ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি গ্রেপ্তার

ঝিনাইদহ: ঝিনাইদহ-২ (সদর ও হরিনাকুন্ডু) আসনের সাবেক এমপি ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেপ্তার করা হয়েছে।  

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।

শুক্রবার ভোরে তাকে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।  

তিনি ১১ বছর আগে জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যা মামলার আসামি। এছাড়া তার নামে জেলা বিএনপির অফিস ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের বাড়িতে অগ্নিসংযোগের মামলা রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে করে জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাহজীব আলম সিদ্দিকীকে আদালতে সোপর্দ করা হয়েছে।  
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।