ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

‘আওয়ামী লীগের করা আইনেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
‘আওয়ামী লীগের করা আইনেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে’  শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে কুয়াকাটায় লিফলেট বিতরণকালে কথা বলছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

পটুয়াখালী: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, গত ১৫ বছর ধরে ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে ছাত্রলীগ।  নিরীহ ছাত্রদের নির্যাতনসহ নানা অপকর্মে জড়িত থাকার অপরাধে বর্তমানের নিরপেক্ষ সরকার তাদের নিষিদ্ধ করেছে।

আওয়ামী লীগ নিজেরাই তৈরি করেছে সন্ত্রাস দমন আইন ২০০৯। তাদের তৈরি আইনের ফাঁদে নিজেরাই আটকে গেছে।  আওয়ামী লীগের করা আইনেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে পর্যটন নগরী কুয়াকাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণের সময় এ কথা বলেন তিনি।  

এ সময় সাংবাদিকদের এক  প্রশ্নের জবাবে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদল এখন থেকে আর শোডাউনের রাজনীতি বিশ্বাস করে না এবং শোডাউন থেকে বের হয়ে আসছে ছাত্রদল। কোনো ব্যানার, ফেস্টুন, আধিপত্য বিস্তার করা এসবে বিশ্বাস করে না। নতুন ধারার রাজনীতি উপহার দিতে ও বিভীষিকাময় রাজনৈতিক পরিস্থিতি পাল্টে ফেলতে আমরা বদ্ধ পরিকর। বিগত ১৫ বছর  আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েও যে সকল কর্মীরা রাজপথ ছাড়েননি এবং দলীয় ভাইদের কাছ থেকে মৃত্যু দেখেও হাত ছেড়ে যায়নি এমন কর্মীদের আমরা মূল্যায়ন করব।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম রিয়াদ, শাকির আহমেদ, এইচ.এম আবু জাফর, যুগ্ম সম্পাদক এম.এম মাসুদ, আবদুল জলিল আমিনুল, রিয়াজ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আনিচুর রহমান, রিয়াজ হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ আলম।  

লিফলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেটে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠনসহ আরো ২৯টি দফা উল্লেখ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।