ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

দুর্গাপুরে আ.লীগের ২ নেতার পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
দুর্গাপুরে আ.লীগের ২ নেতার পদত্যাগ

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী লীগের দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন দুই ওয়ার্ড নেতা।  

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে স্থানীয় সাংবাদিকদের এক লিখিত চিঠির মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানান ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতা।

 

দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়া আওয়ামী লীগ নেতারা হলেন- দুর্গাপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা।

লিখিত পদত্যাগপত্রে সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা উল্লেখ করেন, শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পরিচালনা করিতে অক্ষম বিধায় উক্ত পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
তারা আরও বলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমান প্রেক্ষাপটে এলাকাতে না থাকায় আমরা দুর্গাপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের উপস্থিতিতে পদত্যাগ ঘোষণা করছি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।