ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘কোটা সংস্কার আন্দোলনকে দেশ ধ্বংসের জন্য ব্যবহার করেছে বিএনপি-জামায়াত’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
‘কোটা সংস্কার আন্দোলনকে দেশ ধ্বংসের জন্য ব্যবহার করেছে বিএনপি-জামায়াত’

রাঙামাটি: ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে বিএনপি-জামায়াত দেশের ধ্বংসের জন্য ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য (এমপি) দীপংকর তালুকদার।

রোববার (২৮ জুলাই) সকালে আদালত ভবনের মূল ফটকের সামনে রাঙামাটি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে দুস্কৃতকারী কর্তৃক ছাত্র, পুলিশ ও সাংবাদিক হত্যাসহ রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি দীপংকর বলেন, যারা দেশের সম্পদ ধ্বংস করেছে, তাদের আইনের আওতায় আনা হবে। তারা দেশকে পঙ্গু বানাতে এসব অপকর্ম করেছে।

স্বাধীনতাবিরোধীরা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেদিকে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে রাঙামাটি জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব চাকমা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন রাখেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।