ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পরিষদের নিরঙ্কুশ বিজয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পরিষদের নিরঙ্কুশ বিজয়

বরিশাল: বরিশাল ঐতিহ্যবাহী আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, যুগ্ম সম্পাদক  ও নির্বাহী সদস্যসহ ১১টি পদের ১০টিতেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা জয়লাভ করেছেন।  

অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাহী সদস্য পদে মাত্র একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

শুক্রবার (১৬ ফেব্রয়ারি) সকালে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট লস্কর নুরুল হক ও সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৯৬৫ জন আইনজীবী ভোটারের মধ্যে ৭৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের ফলাফলে আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী গোলাম কবির বাদল ৪৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী সাদিকুর রহমান লিঙ্কন পেয়েছে ৩৩৮ ভোট।

সহ-সভাপতি দুটি পদে আমিরুল ইসলাম মঞ্জু ৪৫৯ ভোট ও অসিত রঞ্জন দাস ৪৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাদের নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী অসিম কুমার বাড়ৈ ৩৪৬ ও তরিকুল ইসলাম ২৫১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সম্পাদক পদে খান মো. মোর্শেদ ৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফোরামের মির্জা মো. রিয়াজ হোসেন ৩৮১ ভোট পেয়ে পরাজিত হয়েছে।

অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান টিটু ৪৯০ ভোট পেয়ে জয়লাভ করেছে। প্রতিদ্বন্দ্বী মো. ফরিদ উদ্দিন ২৯৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

যুগ্ম সম্পাদকের দুটি পদে ইমতিয়াজ আহমেদ পেয়েছে ৫০৩ ভোট ও প্রদীপ কুমার রায় উজ্জল ৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনির হোসেন ২৮১ ভোট ও রাকিব হাসান ২৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নির্বাহী সদস্যের ৪টি পদের তিনটিতে আওয়ামী আইনজীবী পরিষদ ও একটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী জয়লাভ করেছেন।

নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিলন ভূইয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৮ ভোট পেয়ে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী  আইনজীবী ফোরামের প্রার্থী মাইনুল ইসলাম সজল ৪৩৮ বিজয়ী হয়েছেন। এছাড়া একই পদে  সোহেল রানা শান্ত ৪৩৩ ভোট ও নুপুর রানি ভদ্র ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে মোট ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এ পদে পরাজিত প্রার্থী সজল মাহমুদ ৩৬৬ ভোট, আবুল খায়ের রতন ৩৩৩ ভোট, ফাহাদ বিন আহসান ৩৩২ ভোট ও রিয়াজুল হক ২৫৫ ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।