ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগ প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের নামে ২২ মামলা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
আ.লীগ প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের নামে ২২ মামলা!

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী শিল্পপতি আব্দুল মমিন মণ্ডলের নামে ২২টি রয়েছে।  

এর মধ্যে ১৪টি মামলা বাদী কর্তৃক প্রত্যাহার হয়েছে, চারটি স্থগিত রয়েছে ও চারটি মামলা বিচারাধীন।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া আব্দুল মমিন মণ্ডলের হলফনামায় এসব তথ্য পাওয়া গেছে।  

২০১৯ সাল থেকে ২০২৩ সালে এ মামলাগুলো দায়ের হয়েছে। হলফনামার ২ এর খ কলামে প্রার্থীর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার বিবরণ দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২৯৩ ধারায় চেয়ারম্যান ২য় শ্রম আদালত ঢাকায় মামলাগুলো করা হয়েছে। এর মধ্যে বিএলএ (ফৌজদারি) ১৪৭/২০২৩,  বিএলএ (ফৌজদারি) ২৪০/২০২৩ ও বিএলএ (ফৌজদারি) ১৮৩/২০২৩ নম্বর মামলা বর্তমানে চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শ্রম আদালত গাজীপুর এ,বিএলএ বিচারাধীন। বিএলএ (ফৌজদারি) ১৪৫/২০২৩ আপিল আদালতে আদেশ দাখিলের জন্য দিন ধার্য্য আছে।  

এছাড়া বিএলএ (ফৌজদারি) ৪২৪/২০২৩, বিএলএ (ফৌজদারি) ৪২৫/২০২৩, বিএলএ (ফৌজদারি) ৪২৬/২০২৩ ও বিএলএ (ফৌজদারি) ৪২৭/২০২৩ নম্বর মামলা আপিল আদালতের আদেশে যাবতীয় কার্যক্রম স্থগিত রয়েছে। অপরদিকে ১৩টি মামলা বাদী প্রত্যাহার করে নিয়েছে এবং একটি মামলা থেকে খালাস পেয়েছেন।

মামলার বিষয়ে জানতে আব্দুল মমিন মণ্ডলকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।  

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, মামলা চলমান থাকলে প্রার্থিতা নিয়ে কোনো সমস্যা হবে না। তবে মামলার তথ্য হলফনামার সঙ্গে দিতে হবে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।