ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
সিরাজগঞ্জে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিল

সিরাজগঞ্জ : নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে সিরাজগঞ্জের বেশ কয়েকটি স্থানে মশাল মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় মশাল মিছিল করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ আল কায়েস।  

এ ছাড়াও শাহজাদপুরের তালগাছি, সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর ও শিয়ালকোলে মশাল মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলের বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, হরতালের সমর্থনে বিএনপি মিছিল করেছে বলে শুনেছি। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কোনো কিছু পায়নি।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বোয়ালিয়া এলাকায় আঞ্চলিক সড়কে মিছিল করেছে বলে শুনেছি। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে কাদের নেতৃত্বে মিছিল হয়েছে তার নাম ঠিকানা পেয়েছি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, সিরাজগঞ্জে কোথাও কোনো মিছিল হয়েছে বলে আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩ 
টিএ/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।