ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাকা-সিলেট মহাসড়কে আ.লীগের অবরোধবিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
ঢাকা-সিলেট মহাসড়কে আ.লীগের অবরোধবিরোধী মিছিল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী, পুরিন্দা ও ছনপাড়ায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে এ মিছিল করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- সাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ, দুপ্তারা ইউপির চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আহাম্মেদুল কবির উজ্জ্বল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ, বিআরডিবির চেয়ারম্যান শহিদুল্লাহ, সাবেক ভিপি নাইম আহমেদ মোল্লাসহ আরও অনেকে। সমাবেশে হাজারো নেতা-কর্মী অংশ নেন।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) রাতে সংসদ সদস্য বাবুর নেতৃত্বে তফসিল ঘোষণা হওয়ায় আড়াইহাজার উপজেলা সদরে আনন্দ মিছিল বের করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে। অবরোধের পক্ষে কোনো মিছিল বা পিকেটিং করা হয়নি। তাছাড়া সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।