ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে: সুজিত রায় নন্দী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে: সুজিত রায় নন্দী

চাঁদপুর: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার লক্ষ্যে বিএনপি জামায়াত ষড়যন্ত্র করছে। তাদের অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ডেঙ্গু ও জীবাণু প্রতিষেধক এবং ডায়াবেটিক চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

সুজিত রায় নন্দী বলেন, বাংলাদেশকে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সেসব অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের সংগ্রাম অশুভ শক্তির বিরুদ্ধে অব্যাহত থাকবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ধর্ম।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল হাসান, জেলা আওয়ামী লীগ সহসভাপতি প্রকৌশলী আব্দুর রব ভুঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী ও যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন বাবর।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের হাতে ডেঙ্গু ও জীবাণু প্রতিষেধক এবং ডায়াবেটিক চিকিৎসা সামগ্রী তুলে দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতারা।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।