ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাকেরগঞ্জে ককটেল বিস্ফোরণ, আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
বাকেরগঞ্জে ককটেল বিস্ফোরণ, আটক ৫

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টাকালে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। এসময় ককটেল সদৃশ বস্তুর অংশ বিশেষ আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) রাতে বোয়ালিয়া বাজার সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ ঘটনা ঘটে।  

আটকদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা মো. লাবিব হাওলাদার ও রফিক সরদারের নাম নিশ্চিত করেছে থানা পুলিশ।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, রাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ব্রিজ এলাকায় কিছু দুষ্কৃতিকারী জড়ো হন। জনমনে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে সেখানে বেশকিছু ককটেল বিস্ফোরণ ঘটান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের সদস্যরা গেলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া দিয়ে বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়।  

অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. ফরহাদ সরদার জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির বিষয়টি জানতে পেরে বাকেরগঞ্জ থানার ওসির নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের গাড়ি ঘটনাস্থলের প্রায় ১০০ গজ দূরে অবস্থানকালেও তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।

আটকদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ০৬ নভেম্বর ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।