ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ছাত্রদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
ফরিদপুরে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ছাত্রদলের বিক্ষোভ

ফরিদপুর: সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা দ্বিতীয় ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথমদিনে ফরিদপুরে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুন্সিবাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করে তারা।

 

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বজল, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি আনোয়ার হোসেন পাশা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কে এম রাব্বি, সদর উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য মির আশরাফুল ইসলাম রানা, জেলা ছাত্রনেতা বাগারুল ইসলাম রবিন, সালাউদ্দিন আহম্মেদ, সাইফুল ইসলাম, শারবিব রাব্বি, হাসিবুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।