ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিংড়া উপজেলা যুবদল নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
সিংড়া উপজেলা যুবদল নেতা গ্রেপ্তার এম এ মালেক

নাটোর: নাশকতাচেষ্টাসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অভিযোগে নাটোরের সিংড়া উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শেরকোল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মালেক শেরকোল ইউনিয়নের আগপাড়া গ্রামের মৃত রেকাত উদ্দিন প্রামাণিকের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক এম এ মালেকের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। আগামীকাল শুক্রবার (৩ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে। তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ২৮ অক্টোবর রাতে সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রতন রায় বিএনপির পাঁচ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।