ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে খুলনায় ড্যাবের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে খুলনায় ড্যাবের মানববন্ধন

খুলনা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে খুলনায় মানববন্ধন করেছে ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

এ সময় তিনি বলেন, সীমাহীন লুটপাটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য-দ্রব্যের আকাশচুম্বি মূল্যের কারণে মানুষ দিশেহারা। দু’বেলা দুই মুঠো খেতেও পারছে না অনেকে। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। চিকিৎসা সেবা দিতে ব্যর্থ সরকার প্রতিটি সেক্টরের মতোই স্বাস্থ্যখাতেও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার মৌলিক অধিকার হরণ করে শেখ হাসিনা রাষ্ট্রীয় খরচে আগাম নির্বাচনীয় প্রচারে তফসিল ঘোষণার কয়েকমাস আগেই আচরণবিধি লঙ্ঘণ করছেন। উন্নয়নের মেগাপ্রকল্পের নামে লুটপাটতন্ত্র প্রতিষ্ঠিত করছেন।

ড্যাব খুলনা জেলা শাখার সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ডা. আব্দুল বারিক পান্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন ড্যাব খুলনা মহানগর শাখার সভাপতি মোস্তফা কামাল, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. এসএম আকরামুজ্জামান, ডা. স ম গোলাম আজম, ডা. প্রদীপ দেবনাথ, ডা. প্রিন্স, ডা. বাবলি, সংহতি প্রকাশ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, শের আলম সান্টু, আশরাফুল আলম নান্নু, এহতেশামুল হক শাওন, রফিকুল ইসলাম বাবু, চিকিৎসক নেতা আক্তারুজ্জামান তালুদার, এফএম হাবিবুর রহমান, এসকে নাসির আহমেদ, মো. মারুফ হোসেন ও শামসুল বারিক পান্না।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫,  ২০২৩
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।