ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন

৪০০ যানে শামীমের ১৮ হাজার নেতাকর্মী ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
৪০০ যানে শামীমের ১৮ হাজার নেতাকর্মী ঢাকায়

নারায়ণগঞ্জ: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তার সঙ্গে ৪০০ বাস-ট্রাকে চড়ে এসেছেন তার ১৮ হাজার নেতাকর্মী।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে এ উদ্বোধন অনুষ্ঠানে এসেছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের ১৮ হাজার নেতাকর্মী।

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু এ প্রসঙ্গে বলেন, আমাদের নেতা শামীম ওসমানের নির্দেশে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার নতুন ইতিহাসের সাক্ষী হতে আমরা দল ও সংগঠনের ১৮ হাজার নেতাকর্মী ঢাকায় এসেছি। এ সরকার উন্নয়নের সরকার; আর উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে ফের শেখ হাসিনাকে জয়ী করতে আমরা শামীম সেনারা রাজপথে আছি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।