ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি: কৃষিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি: কৃষিমন্ত্রী

ভোলা: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি। মুখেই তারা এ দেশকে ভালোবাসে, অন্তরে তার বিপরীত।

আওয়ামী লীগের উন্নয়ন দেখে তারা জনবিচ্ছিন্ন হয়ে আবোল তাবোল বকছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী একদিনের জন্য আসেন চরফ্যাশনে। সকালে তিনি চরফ্যাশন উপজেলায় ২৫ একর জমির ওপর হর্টিকালচার ও টিস্যু কালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৫ কোটি টাকা।  

এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামানসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।