ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
বরিশালে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বরিশাল: দেশব্যাপী নৈরাজ্য প্রতিহত ও ঢাকায় আগুন সন্ত্রাসের প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও যুবলীগ।

রোববার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা ও মহানগর আ.লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

মিছিলটি জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে একই দাবিতে বিকেল সাড়ে ৪টায় নগরীর জিলা স্কুল মোড় থেকে বিক্ষোভ মিছিল করে বরিশাল মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।