ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে অনুমতি না নিয়ে জামায়াতের মিছিল, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
বরিশালে অনুমতি না নিয়ে জামায়াতের মিছিল, আটক ২

বরিশাল: বরিশাল নগরে অনুমতি না নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল করার সময় দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে নগরের নতুন বাজার এলাকায় ওই মিছিল বের করে জামায়াত।

আটকরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ থানার ভরত কাঠি এলাকার মৃত আব্দুল জলিল ফকিরের ছেলে বদরুল হাসান (৪২) ও বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামের নুর আলম হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলাম (৩৭)।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নগরের নতুন বাজার এলাকায় অনুমতি না নিয়ে জামায়াত মিছিল করে। সেখানে পুলিশ গেলে সবাই পালিয়ে যায়। এই সময় দুইজনকে আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।