ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আ. লীগের ৩ সংগঠনের সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আ. লীগের ৩ সংগঠনের সমাবেশ

ঢাকা: আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে আওয়ামী লীগের এ তিন সংগঠনের যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার (২৮ জুলাই) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার এই তিন সংগঠনের সমাবেশ করার কথা ছিল। পরে তারিখ ও স্থান পরিবর্তনের কথা বলা হয়।

বুধবার সন্ধ্যায় স্থান পরিবর্তন করে আগারগাঁওয়ে বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করার কথা বলা হয়েছিল। পরে বৃহস্পতিবারের পরিবর্তে সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার বায়তুল মোকাররমেই সমাবেশের ঘোষণা এলো।

বিএনপির মহাসমাবেশের দিন আওয়ামী লীগের তিন সংগঠন এই সমাবেশের ঘোষণা দিয়েছে। সংগঠনগুলো বলছে, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে এ শান্তি সমাবেশ আহ্বান করেছে।

সংগঠনগুলোর ঢাকা বিভাগের অন্তর্গত ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ মহানগর ও টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা ও  ময়মনসিংহ জেলার সমন্বয়ে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।