ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

প্রত্যন্ত গ্রামেও ষড়যন্ত্র চালাচ্ছে বিএনপি: রেলমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
প্রত্যন্ত গ্রামেও ষড়যন্ত্র চালাচ্ছে বিএনপি: রেলমন্ত্রী রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন

পঞ্চগড়: রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান সময়ে প্রত্যন্ত গ্রামেও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিএনপি। তারা জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ষড়যন্ত্র করছে।

 

শনিবার (২২ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।  

নুরুল ইসলাম সুজন বলেন, বিএনপিকে মোকাবিলার জন্য আমরা তৃণমূল পর্যায়ে নির্বাচনের জন্য জনগণকে সংগঠিত করছি।  একই সঙ্গে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

সভায় পঞ্চগড়-১ আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, নাঈমুজ্জামান মুক্তা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলনসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।