ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জাসদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মে ২২, ২০২৩
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জাসদের

ঢাকা: বিএনপির প্রকাশ্য জনসভা থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার নিন্দা এবং হত্যার হুমকি দাতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

সোমবার (২২ মে) জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক যৌথ বিবৃতিতে এসব দাবি করেন।

বিবৃতিতে তারা বলেন, বিএনপি তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং খালেদা-তারেকের মতই হত্যা খুনের রাজনৈতিক পথেই আছে। বিএনপি ২১ আগস্টের গ্রেনেড হামলার মতো হামলা চালিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ও নিশ্চিহ্ন করার জঘন্য বর্বর রাজনীতিই করছে।

বিবৃতিতে আরও বলা হয়, হত্যা-খুন-জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ উৎপাদন পুনঃউৎপাদনের কারখানা বিএনপি সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির জন্য স্থায়ী বিপদ। তাই কোনো ছাড়া না দিয়ে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে রাজনৈতিকভাবে বিদায় দিয়েই দেশে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে নিরাপদ ও শক্তিশালী করতে হবে।

বাংলাদেশ সময়ঃ ১৭৪০ ঘণ্টা, মে ২২, ২০২৩
আরকেআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।