ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘ভোটের জন্য উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মে ১৭, ২০২৩
‘ভোটের জন্য উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে হবে’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, সামনে নির্বাচন, আমাদের কাজগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। যেন জনগণ আমাদের ভোট দেয়।

বুধবার (১৭ মে) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

আব্দুল হাই বলেন, নেত্রী বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসের সঙ্গে আমরা আপোষ করবো না। সে কথাই রেখেছেন তিনি। নেত্রীর এই অর্জন আমাদের তুলে ধরতে হবে৷ জনগণের ভোটের মাধ্যমেই আমাদের নেত্রীকে আবারও প্রধানমন্ত্রী বানাতে চাই। মাতারবাড়ি, পায়রার মত বিশাল বিশাল প্রজেক্ট হচ্ছে। এগুলো জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার দুটি মেয়ে আছে। আমি চাই তারা আপনার মত বিশাল হৃদয়ের হোক। আপনার মত বড় নেতা হোক।

এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।