ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

৫ সিটি নির্বাচনে আ. লীগের মেয়র প্রার্থী ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
৫ সিটি নির্বাচনে আ. লীগের মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকা: ৫টি সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ৷ এ সিটি করপোরেশনগুলো হলো- গাজীপুর, খুলনা, সিলেট, রাজশাহী এবং বরিশাল ৷

শনিবার (১৫ এপ্রিল) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব  সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করা হয় ৷

তারা হলেন- গাজীপুরে আজমতউল্লা খান, খুলনায় তালুকদার আব্দুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুধী, রাজশাহীতে এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বরিশালে আবুল খায়ের আব্দুল্লা।

আজ (শনিবার) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা জানান ৷

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এসকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।