ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

নতুন রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
নতুন রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

ঢাকা: দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

অভিনন্দনবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের চেতনায় আপসহীন, বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এবং অতীত কর্মজীবনে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি মহান স্বাধীনতা সংগ্রামের সম্মুখসারির যোদ্ধা ছিলেন।  

বিরোধীদলীয় নেতা আশা করেন, আইন বিষয়ে দক্ষ দেশের নতুন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের আস্থা এবং জনগণের ভালোবাসা অর্জন করবেন। তার মেয়াদেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি সব দলের দূরত্ব কমানোর উদ্যোগ নিয়ে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবেন।  

বিরোধীদলীয় নেতা নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।