ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

এ্যানি কারাবন্দি: লক্ষ্মীপুর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাছিব 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এ্যানি কারাবন্দি: লক্ষ্মীপুর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাছিব 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কারাবন্দি থাকায় ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট হাছিবুর রহমান। তিনি জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদাধিকার বলে দায়িত্ব পালন করবেন হাছিব।  

ওই চিঠির অনুলিপি বিএনপির সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক জালাল উদ্দিন মজুমদার এবং লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুকেও দেওয়া হয়েছে।  

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিএনপি নেতা এ্যানি কারাগারে রয়েছেন। এতে দলীয় কার্যক্রম গতিশীল রাখতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাছিবুর রহমান হাছিব জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।  

এ বিষয়ে হাছিবুর রহমান বলেন, কেন্দ্র থেকে আমাকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ্যানি চৌধুরী কারামুক্ত হলে ও পরবর্তী নির্দেশনা পর্যন্ত আমাকে এ দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা আন্দোলন চালিয়ে যাব।

উল্লেখ্য, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে গত ৭ ডিসেম্বর বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেফতার করে পুলিশ। তিনি কাশিমপুর কারাগারে বন্দি আছেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ