ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সোনাইমুড়ীতে জামায়াত নেতা গ্রেফতার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
সোনাইমুড়ীতে জামায়াত নেতা গ্রেফতার

 

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর জামায়াতের সাবেক আমীর মো. সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

এর আগে, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে সাহাব উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান সোনাইমুড়ী অলস্কয়ার হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আহসান উদ্দিন জামায়াত নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ