ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে ডুবে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
কাপ্তাই হ্রদে ডুবে বৃদ্ধের মৃত্যু

রাঙামাটি: রাঙামাটির বরকল উপজেলায় কাপ্তাই হ্রদে ডুবে মোশারফ হোসেন (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার সুবলং ইউনিয়নের বরুণাছড়ি এলাকার হ্রদ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার সুবলং ইউনিয়নের বরুণাছড়ি এলাকার নিজ বাড়ি থেকে একা নৌকা চালিয়ে বরুণাছড়ি বাজারে যাওয়ার পথে নৌকা থেকে পড়ে যান মোশারফ হোসেন। এরপর অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি পরিবার। অবশেষে বৃহস্পতিবার হ্রদে তার মরদেহ ভেসে ওঠে।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।