ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিজয়নগর শ্রম ভবনে আগুন,পরে নির্বাপণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
বিজয়নগর শ্রম ভবনে আগুন,পরে নির্বাপণ ছবি: আবাদুজ্জামান শিমুল

ঢাকা: রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের ৮ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে দুইটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা যায়।

কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে দুইটি ইউনিট পাঠানো হয়। পরে রাত ৮টা ১৪ মিনিটে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে ইউনিটের কর্মীরা।

এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা নেই।  আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এজেডএস/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।