ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুবি সাংবাদিক সমিতির সভাপতি বিপ্লব, সম্পাদক মুরাদ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
কুবি সাংবাদিক সমিতির সভাপতি বিপ্লব, সম্পাদক মুরাদ  শাহাদাত হোসেন বিপ্লব ও মো. মেহেদি হাসান মুরাদ

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সপ্তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাদাত হোসেন বিপ্লব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মেহেদি হাসান মুরাদ।

বৃহস্পতিবার নির্বাচন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম।

সহ-সভাপতি হয়েছেন দৈনিক খোলা কাগজের প্রতিনিধি খালেদ মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর প্রতিনিধি আবু বকর সিদ্দিক ফরহাদ, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মীর শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক পদে ডেইলি বাংলাদেশ পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুহা. মহিউদ্দিন মাহি, তথ্য ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কাজী দেলোয়ার হোসেন শরীফ।

কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আহমেদ ইউসুফ ও দৈনিক যায় যায় দিনের প্রতিনিধি ইকবাল মনোয়ার নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুল করিম এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফাহাদ জিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিকসহ বিভিন্ন শিক্ষকরা ও সমিতির সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।