ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় বিষপানে এক ব্যক্তির মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
পাথরঘাটায় বিষপানে এক ব্যক্তির মৃত্যু

পাথরঘাটা (বরগুনা): পারিবারিক কলহের জের ধরে বরগুনার পাথরঘাটা উপজেলায় মো. জয়নাল মাঝি (৫৫) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জয়নাল একই গ্রামের বাসিন্দা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে জয়নালের পরিবারে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে নিজ বসতঘরে বিষপান করে। এ সময় টের পেয়ে জয়নালের দ্বিতীয় স্ত্রী আমেনা বেগম ও তার ছেলে জামালসহ প্রতিবেশীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জয়নালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে অভিমান করে আত্মহত্যা করেছেন জয়নাল। তবে মর্গের প্রতিবেদন ও তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।