ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
খুলনায় ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

খুলনা: খুলনায় ৮০ পিস ইয়াবাসহ নাজমুল খান (২১) নামে পুলিশের এক সদস্যকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলা নবপল্লী আইচগাতী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

নাজমুল টাঙ্গাইল জেলার বাসিন্দা। খুলনার রূপসা উপজেলায় অস্থায়ী হিসেবে বসবাস করেন।

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলা নবপল্লী আইচগাতী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. নায়েব আলী খানের ছেলে নাজমুলকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক নাজমুল পরে স্বীকার করেন তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) চাকরি করেন। বয়রা পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।