ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটের নতুন ডিসি ফয়জুল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
বাগেরহাটের নতুন ডিসি ফয়জুল হক আ ন ম ফয়জুল হক

বাগেরহাট: বাগেরহাটে নতুন জেলা প্রশাসক (ডিসি) পদে যোগ দিয়েছেন আ ন ম ফয়জুল হক।  

রোববার (০৩ জানুয়ারি) দুপুরের দিকে বিদায়ী ডিসি মো. মামুনুর রশীদের স্থলাভিষিক্ত হয়ে ২১তম ডিসি হিসেবে যোগ দেন তিনি।

পরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন আ ন ম ফয়জুল হক।  

এ সময় বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রিজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোছাব্বেরুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বাগেরহাট খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেন নতুন ডিসি আ ন ম ফয়জুল হক।

আ ন ম ফয়জুল হক স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদায়ী মো. মামুনুর রশীদকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।