ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে নিখোঁজের ছয় দিন পর নদীর তীর থেকে সাজেদুল ইসলাম (২৬) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (০২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেমায়েতপুরের জমজম টাওয়ারের পেছনে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত সাজেদুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা থানার বালিশা গ্রামের মন্তাজের ছেলে। তিনি হেমায়েতপুর পুরের হরিনধরা এলাকায় থাকে একে এইচ ট্রিমস গার্মেন্টসে চাকরি করতো।  

পুলিশ জানায়, হেমায়েতপুরের জমজম টাওয়ারের পিছনে নদীতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সাজেদুল গত সোমবার (২৮ ডিসেম্বর) থেকে নিখোঁজ ছিলেন। এ নিয়ে সাভার থানায় একটি অভিযোগ করে সাজেদুলের পরিবার।

এ বিষয়ে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাহিদুর রহমান বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।