ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
আশুলিয়ায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (০২ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার ইয়ারপুর প্রাইমারি স্কুলের পাশে বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীররের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষতর চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, সকালে ওই বাঁশ বাগানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের চোখ ও মুখে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও তার দুই পা চাদর দিয়ে বাঁধা ছিল।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেউ তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।