ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

জাতীয়

ফেনীতে বেদেপল্লী থেকে প্রচুর গাঁজা উদ্ধার, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
ফেনীতে বেদেপল্লী থেকে প্রচুর গাঁজা উদ্ধার, আটক ১ বেদেপল্লী থেকে গাঁজা উদ্ধার করে টাস্কফোর্স

ফেনী: ফেনীতে মাদক নির্মূলে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, আনসারের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯অক্টোবর) সকাল থেকে শহরতলীর লালপোল এলাকার বেদে পল্লীর বস্তিতে অভিযান চালানো হয়।

এসময় শিরীন আক্তার নামে এক গাঁজা বিক্রেতাকে আটক করে টাস্কফোর্স টিম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৭টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আবদুল হামিদের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স টিম অভিযান পরিচালনা করেন।  

এসময় জেলা প্রশাসনের ৪ জন, বিজিবির ১২ জন, ৮ পুলিশ, ৬ আনসার ব্যাটালিয়ন ও মাদকদ্রব্যের ১৪ জন সদস্য বেদে পল্লীর বস্তিতে প্রবেশ করেন। তারা একে একে বস্তির প্রতিটি ঘর তল্লাশী চালান। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা অভিযানে ১৬০ পুরিয়া গাঁজাসহ শিরীন আক্তার নাসরীন (২১) নামের এক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। শিরীন বেদে পল্লীর দুলাল মিয়ার মেয়ে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, বেদে পল্লীতে বসবাসকারীদের প্রায় ৯০শতাংশ ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত। এখানে এর আগেও জেলা প্রশাসন, র্যাব, পুলিশ, মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে অনেক মাদক ব্যবসায়ীকে ধরেছে। বস্তিটির চারপাশ দিয়ে চলাচলের রাস্তা থাকায় এটিকে মাদকের নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করে মাদক কারবারীরা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজজামান জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মাদক নিয়ন্ত্রণে টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এসএইচডি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।