ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
সোনারগাঁয়ে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদেশী সুটারগ্যান ও চার রাউন্ড গুলিসহ মনির হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে কাঁচপুরের সোনাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। সে শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মিরা মিয়ার ছেলে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কাঁচপুরের সোনাপুর এলাকায় অস্ত্র বিরোধী অভিযানে ইকবারের বাড়ির ভাড়াটিয়া মনির হোসেনের ঘরে অভিযান চালিয়ে তার দেয়া তথ্যমতে একটি বিদেশী সুটারগ্যান, চার রাউন্ড গুলি ও ২ পিছ গুলির খোঁসা সহ তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ