ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বড়লেখায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে ১০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
বড়লেখায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে ১০ লাখ টাকার ক্ষতি আগুনে নেভাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পৌর শহরে মাসুদ আলী ট্রেড সেন্টারের দক্ষিণ পাশের জমির উদ্দিনের তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় তুলা ও একটি মেশিন পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে,  বিকেলে তুলার গুদামের ভেতরে আগুন জ্বলতে দেখেন আশপাশের ব্যবসায়ীরা। এসময় টিনশেডের এ গুদামঘর বন্ধ ছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে গুদামের সব মালামাল পুড়ে যায়।

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার বাংলানিউজকে জানান, আগুনের সূত্রপাতের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে সব মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।
তিনি আরো বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়। তবে মালিকের দাবি ১০ লক্ষাধিক টাকা।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।