ঢাকা: রাজধানীর কাপ্তান বাজার এরশাদ মার্কেটের নিচ তলায় পকেট গেটের সামনে বনাজি ওষুধ বিক্রেতা আলামিন (২৭) নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট দুই ভাই আহত হয়েছেন।
বুধবার (৪ ডিসেম্বর) বিকালের দিকে কাপ্তান বাজার এরশাদ মার্কেট ১ নাম্বার ভবনের নিচতলায় পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন।
নিহত আলামিন পরিবারের সঙ্গে রাজধানীর নারিন্দা বসু বাজারে এলাকায় থাকতেন। তার বাবার নাম আব্দুল মান্নান।
হাসপাতালে আহত সুমন জানান, কাপ্তান বাজার এরশাদ মার্কেট এক নাম্বার ভবন এর নিচ তলায় পকেট গেটে সাইট মার্কেটে সামনেই আমরা বনাজি ওষুধ বিক্রি করে থাকি। বেশ কয়েক মাস আগে ওয়ারী থেকে আগত কয়েকজন যুবক আমার দোকানের সামনে একটি মোটরসাইকেল রেখেছিল। সেই মোটরসাইকেলটি রাখাকে কেন্দ্র করে আমাদের সঙ্গে সে সময় তাদের ঝগড়া হয়। সেই সূত্র ধরেই আজকের ১০-১২ জন আমার দোকানের সামনে এসে আমাকে মারধর করতে থাকে। এ দৃশ্য দেখে আমার বড় ভাই আলামিন আমাকে বাঁচাতে গেলে তাকে ছুরিকাঘাত করে। এর আগে তারা আমার হাতে ছুরিকাঘাত করে। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন তাদের ছোট ভাই নাহিদ।
আহত সুমন আরও জানান, যারা আমার ভাইকে হত্যা করেছে আমাদের আহত করেছে, সবাইকে মোটামুটি আমরা চিনতে পেরেছি। তারা ওয়ারী এলাকায় থাকে তবে নামটা এখন মনে নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ বলেন, বিষয়টি তাদের জানা নেই। এখনই খোঁজখবর নিচ্ছি। ঘটনাস্থল একাংশ পড়েছে ওয়ারী থানায় আবার আরেক অংশ পড়েছে বংশাল থানায়। তবুও তিনি খবর নিচ্ছি।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
এজেডএস/জেএইচ