ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
উল্লাপাড়ায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জ: দাম্পত্য কলহের জের ধরে  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামীর ছুরিকাঘাতে শারমীন খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের মীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুপুরের দিকে নিহতের মরদেহ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

নিহত শারমীন ওই গ্রামের হায়দার হোসেনের স্ত্রী ও বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মহসিন আলী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রায় ৭/৮ বছর আগে উপজেলার মীরপাড়া গ্রামের শামছুল ইসলামের ছেলে হায়দার হোসেনের সঙ্গে বেলকুচির শেরনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে শারমীনের বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময় উভয়ের মাঝে দাম্পত্য কলহ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার ভোরে উভয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শারমীনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শারমীনের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা থানায় খবর দিলে

দুপুরের দিকে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।