ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাতকে ভূমিকম্প আতঙ্কে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
ছাতকে ভূমিকম্প আতঙ্কে স্কুলছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় ভূমিকম্পের সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে শামীমা আক্তার টুনি (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। শামীমা আক্তার ছাতক সিমেন্ট কারখানার এমটিএস বিভাগের কর্মরত শ্রমিক সামছুল হকের মেয়ে।

সে কারখানার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে ভূমিকম্পের সময় ফ্যাক্টরির ৪নং এলাকার স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলার নিজ বাসা থেকে নিচে নামতে গিয়ে পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয় শামীমা আক্তার। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক মামুন সুজা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।