ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ৪ পুলিশের পদোন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
ময়মনসিংহে ৪ পুলিশের পদোন্নতি পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংক ব্যাচ পরিয়ে দেন এসপি সৈয়দ নুরুল ইসলাম

ময়মনসিংহ: ময়মনসিংহে উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে পদোন্নতি পেয়েছেন চার পুলিশ সদস্য। পদোন্নতিপ্রাপ্তরা হলেন, মো. মুকুল মিয়া, মো. আনোয়ার, মো. বদরুদ্দোজা ও মো. জাহাঙ্গীর।

সোমবার (০৩ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ লাইন্সে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংক ব্যাচ পরিয়ে দেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।

জেলা পুলিশ সুপার বাংলানিউজকে জানান, এবার পদোন্নতি পরীক্ষায় মেধা ও যোগ্যতার ক্রমানুসারে যারা অংশগ্রহণ করেছেন তাদের বেশিরভাগই মেধাবী।

লিখিত ও মৌখিক পরীক্ষাতেও তারা মেধার স্বাক্ষর রেখেছেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এমএএএম/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।