ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ৪ ইটভাটা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
কুষ্টিয়ায় ৪ ইটভাটা মালিককে জরিমানা কুষ্টিয়ায় ৪ ইটভাটা মালিককে জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের চর বানিয়াপাড়ায় অভিযান চালিয়ে চার ইটভাটা মালিককে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মাজহারুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে তাদের এ জরিমানা করা হয়।

 

তিনি জানান, সরকারি নিষেধ অমান্য করে চর বানিয়াপাড়ায় চারটি ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ অভিযান চালানো হয়।

এ সময় অবৈধভাবে কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়ায় চার ইটভাটা মালিককে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটায় কাঠ ব্যবহার নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।