ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এমপি লিটন হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
এমপি লিটন হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ এমপি লিটন হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

আততায়ীর গুলিতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেল আওয়ামী লীগ।

গাইবান্ধা: আততায়ীর গুলিতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেল আওয়ামী লীগ।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিকেলে পৌর শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মঞ্জুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, আওয়ামী লীগ নেতা মাসুদুল আলম চঞ্চলসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।