ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শীতকালীন অ‌ধিবেশন ২২ জানুয়া‌রি থেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
শীতকালীন অ‌ধিবেশন ২২ জানুয়া‌রি থেকে

ঢাকা: শীতকালীন সংসদ অ‌ধিবেশন বসছে আগা‌মী ২২ জানুয়া‌রি (রোববার)। বছরের প্রথম এবং দশম সংসদের ১৪তম এ অ‌ধিবেশনে রাষ্ট্রপ‌তি মো. আব্দুল হা‌মিদ ভাষণ দেবেন।

মঙ্গলবার (০৩ জানুয়া‌রি) বিকেলে রাষ্ট্রপ‌তির অ‌ধিবেশন আহ্বান সংক্রা‌ন্ত একটি চি‌ঠি সংসদ স‌চিবালয়ে পৌঁছায়।

আগা‌মী ২২ জানুয়া‌রি বিকেল ৪টায় অ‌ধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপ‌তিত্বে সংসদের কার্য উপদেষ্টা ক‌মি‌টির বৈঠকে অ‌ধিবেশনের মেয়দ ও শুরুর সময় নির্ধারণ করা হবে।

এবার অ‌ধিবেশন দীর্ঘ হবে বলে জানা যায়। কেননা রাষ্ট্রপ‌তির ভাষণের ওপর সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন। এছাড়া সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে আনা হবে শোক প্রস্তাব।

বাংলা‌দেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়া‌রি ০৩, ২০১৭
এসএম/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।