ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে তুলার কারখানায় আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
টঙ্গীতে তুলার কারখানায় আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর: গাজীপুরের টঙ্গী থানার সাতাশ এলাকায় একটি তুলার কারখানায় আগুন লেগেছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, সকাল সোয়া ১০টার দিকে সাতাশ এলাকার একটি তুলার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

কিন্তু ততক্ষণে তুলা, ঝুট ও তুলা প্রক্রিয়াজাতকরণ মেশিন পুড়ে গেছে।  

তিনি আরো জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
আরএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।