ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে স্বামীর হাতে স্ত্রী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
ভৈরবে স্বামীর হাতে স্ত্রী খুন

ঢাকা: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় স্বামী মুছা মিয়ার দায়ের কোপে সাহারা বেগম (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।

সোমবার (০২ জানুয়ারি)  রাত ৮টার দিকে ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার পুকুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

পরিবারের বরাত পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে স্বামী মুছা মিয়া ও স্ত্রী সাহারা বেগমের মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া চলছিলো। সোমবার সন্ধ্যায় দু'জনের মধ্যে ঝগড়া শুরু হলে স্বামী মুছা মিয়া ক্ষিপ্ত হয়ে দা দিয়ে স্ত্রী সাহারাকে কুপিয়ে গুরুতর আহত করেন।

এলাকাবাসী ও পরিবারের লোকজন সাহারাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর স্বামী মুছা মিয়া পলাকত রয়েছেন।

কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।