ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাটু‌রিয়ায় ম‌হিলা মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
সাটু‌রিয়ায় ম‌হিলা মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

সাটু‌রিয়া (মানিকগঞ্জ): মা‌নিকগঞ্জের সাটু‌রিয়া উপজেলায় মুফতি মো. মোশারফ হোসেন নামে মাদ্রাসার এক অধ্যক্ষকে গ্রেফতার করে‍ছে পু‌লিশ। ‌সোমবার (২ জানুয়ারি) দুপুর ২টার দিকে মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‌মোশারফ উপজেলার দরগ্রাম ইউনিয়নের নওগাঁ গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের ছেলে। তিনি সাটু‌রিয়ার জয়নব বিনতে জাহান (রা.) সৈয়দা গুলজার বেগম ম‌হিলা বিশ্ব‌বিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ।

সাটু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হা‌বিবুল্লাহ সরকার বাংলা‌নিউজকে জানান, মোশারফের বিরুদ্ধে নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ইতোপূর্বে দায়ের করা মামলায় গ্রেফতা‌রি পরোয়ানা রয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।