ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
মির্জাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ-ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য স্থাপিত সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ সমাপ্তির পর সফল প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ক্রীড়াবিদ মোফাজ্জাল হোসেন দুলাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান, সমাজসেবা অফিসার মো. আকতারুজ্জামান খান ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলাম প্রমুখ।

উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১২ জন্য সফল প্রক্ষিণার্থীকে এ সেলাই মেশিন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।