ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অস্ত্র ও গুলিসহ লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
অস্ত্র ও গুলিসহ লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।

রোববার (১ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে তার সরকারি বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) কাজী হুমায়ুন রশিদ এ খবর নিশ্চিত করেছেন।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাসভবনে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। এসময় স্বয়ংক্রিয় পিস্তল, তাজা পাঁচ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। সকালে আটক চেয়ারম্যানকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, এই ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইউপিডিএফ এর অন্যতম সংগঠক রিকো চাকমা উপজেলা পরিষদ চেয়ারম্যানকে আটক করার ঘটনাকে সাজানো নাটক বলে উল্লেখ করেছেন এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।