ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বামনডাঙ্গা স্টেশন থেকে বোমা উদ্ধার, ট্রেন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
বামনডাঙ্গা স্টেশন থেকে বোমা উদ্ধার, ট্রেন চলাচল বন্ধ

গাইবান্ধা: গাইবান্ধার ‍সুন্দরগঞ্জ উপজেলায় বামনডাঙ্গা স্টেশন থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। এ কারণে লালমনিহাট-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বোমাটি উদ্ধার করা হয়।  

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, সুন্দরগঞ্জে আধাবেলা হরতাল চলার কারণে বগুড়া এক্সপ্রেস নামে একটি ট্রেন বামনডাঙ্গা স্টেশনে আটকা পড়ে। এসময় ট্রেনটির নীচে বোমা সদৃশ্য একটি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে বলেও জানান ওসি।

বামনডাঙ্গা স্টেশন মাস্টার হাইয়ুল মিয়‍া জানান, এ ঘটনার কারণে লালমনিহাট-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।