ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
গজারিয়ায় ইয়াবাসহ আটক ১

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী গ্রাম থেকে ১৫০০ পিস ইয়াবাসহ মো. মঞ্জু শিকদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (১ জানুয়ারি) বিকেল ৪টায় তাকে আটক করা হয়। মঞ্জু ঝালকাঠি জেলার চামটা গ্রামের মিরু হোসেনের ছেলে।

মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল ইসলাম ভূঞা
বাংলানিউজকে জানান, বালুয়াকান্দী গ্রামের শাহ আলমের ভাড়া বাড়িতে থেকে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন মঞ্জু শিকদার। খবর পেয়ে বিকেলে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।